কালির উপরে দাঁড়িয়ে রয়েছেন শিব, বাংলার কোথায় রয়েছে বিচিত্র এই মন্দির

0
2

The Calcutta mirror desk: দেবী ভয়ংকরী কালি যখন বধ করতে গিয়েছিলেন অসুরকে তখন ভুলবশত পা দিয়েছিলেন শিবের বুকে। তারপর স্বামীর গায়ে পা দিয়ে জিভ কেটেছিলেন তিনি। দেবীকে শান্ত করতে মূলত তার পায়ের কাছে শুয়ে পড়েছিলেন ভগবান শিব এটাই মনে করা হয়। মহাপ্রলয় থামাতে শিব চলে গিয়েছিলেন তার পায়ের নিচে নইলে দেবী সেই সময় ধ্বংস করে দিতেন গোটা বিশ্বকে।

কিন্তু এখানে দেখা যায় উল্টো ছবি শিব দাঁড়িয়ে আছেন কালীর গায়ের উপরে। কোথায় রয়েছে এমন চিত্র। আমাদের বাংলায় রয়েছে বহু কালীমন্দির। এই কালীমন্দির গুলোর নানান কথা লোকমুখে ঘোরে। ঠিক তেমনভাবেই মধ্যমগ্রামে রয়েছে এক বিচিত্র কালী মন্দির যেখানে শিব দাঁড়িয়ে রয়েছেন দেবী কালীর মূর্তির উপরে। ১৯৮০ সালের ক্যালেন্ডার এমন একটি রূপ দেখতে পাওয়া গিয়েছিল তারপরেই নাকি এখানে দেবীর এমন মূর্তি প্রতিষ্ঠা করা হয়। দেবী এখানে দক্ষিণাকালী। দক্ষিণা কালীর উপরেই পা রেখে দাঁড়িয়ে রয়েছেন শিব। দেবী এখানে চতুর্ভূজা।

অনেকে বলেন এই মূর্তি আসলে প্রকৃতি এবং পুরুষের ভারসাম্যের একটি প্রতীক তাই জন্যই এভাবে তৈরি করা হয়েছে মন্দির। তবে এমন ব্যতিক্রমী মন্দির শুধুমাত্র মধ্যমগ্রামেই নয় এই ধরনের মন্দির রয়েছে উত্তরপ্রদেশের বারানস মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। পশ্চিমবাংলায় শুধুমাত্র মধ্যমগ্রামেই রয়েছে এই মন্দির। এই মন্দির দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here