The Calcutta mirror desk: কন্যা রাশিতে পা রাখছে সূর্যদেব। পৃথিবীর সমস্ত আলোর আধার হিসেবে তাকেই বিবেচনা করা হয়। সূর্য শক্তি দায়ক। সমস্ত প্রাচুর্যের উৎস হিসেবেও তাকে বিবেচিত করা হয়। ১৭ ই সেপ্টেম্বর থেকেই সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছে সূর্য। প্রতিবছর ঠিক এই সময়েই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে। কন্যা রাশিতে ইতিমধ্যেই অবস্থান করছেন বুধ। বাবা এবং ছেলে একসাথে বসবেন কন্যা রাশিতে। সূর্য এবং বুধ একসাথে কন্যা রাশিতে বসায় বুধাদিত্য যোগ তৈরি হবে। ১৭ই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে বসে থাকবেন সূর্য। সূর্যের শুভ প্রভাবে চাকরি এবং ব্যবসায় অত্যন্ত উন্নতির যোগ হয়। সূর্য ভালো থাকলে আত্মবিশ্বাস বাড়ে। পিতার কাছ থেকে পাওয়া যায় নানান সুযোগ সুবিধা। আবার সূর্যের অশুভ ফলাফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয় ধনহানি হতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি হবে। উন্নতির শিখরে পৌঁছতে পারবেন তারা। বৃষ কন্যা বৃশ্চিক এবং মকর রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। চাকরি এবং ব্যবসা উন্নতি হবে। আর্থিক বিষয় লাভবান হবেন স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। তবে সতর্ক থাকতে হবে কর্কট তুলা কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের। এই চার রাশির জাতক জাতিকাদের কাজকর্মে বাধা আসতে পারে। কাজের ক্ষেত্রে বিরাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যা হতে পারে ঋণ না নেওয়া থেকেই বিরত থাকতে বলা হচ্ছে। তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিলে বিপাকে পড়তে হতে পারে। মনে রাখবেন এই তথ্যগুলি জ্যোতিষ নির্ভর এগুলি বিশ্বাস করাতে কোনোভাবেই বাধ্য করেনা আমাদের সংবাদ মাধ্যম।