The Calcutta mirror desk: ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের শুরু হয়েছিল বিপ্লব। গদি ছেড়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী। ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের । ২০২৪ সালে বাংলাদেশে দুর্গাপুজো আয়োজন করা হলেও সেখানে ছিল একাধিক বিধি নিষেধ। আদৌ বাংলাদেশের দুর্গাপূজা করা যাবে কিনা তাই নিয়ে শুরু হয়েছিল নানান গুঞ্জন। বিভিন্ন মন্দির ভাঙচুরের মতন ঘটনাও ঘটে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৫ সালের দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো নিয়ে নতুন বিড়ম্বনা তৈরি হয়। পুজোর সময় এবার তিন দিনের ছুটি চাইল বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট। পুজোর সময় তাদের তিনদিন ছুটি দিতে হবে এই দাবি জানিয়েছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট। মূলত হিন্দুদের জনপ্রিয় পূজো এই দুর্গাপুজো।। শুক্রবার পুজোর জন্য তিনদিন ছুটি চাইল বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট। ঢাকার প্রেস ক্লাবে দুর্গাপূজায় নিরাপত্তা এবং হিন্দু সম্প্রদায়ের ভাবনার সম্পর্কে একটি পত্রিকা প্রকাশ করা হয়। সেখানেই দুর্গাপুজোর জন্য সরকারি অফিস থেকে তিন দিনের ছুটি চায় তারা। শুধু তাই নয় পূজা মন্ডপগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই কারণে সেনসিটিভি ক্যামেরা এবং সেনাবাহিনীর মহড়া রাখতে হবে বলে দাবি জানিয়েছে তারা। কোনভাবেই যাতে কোন সম্প্রদায়ের স্বার্থ বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখবার জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছে তারা। এদিন লিখিত বক্তব্যে তারা জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব ৫ দিন ধরে চলে তবে তারা তিন দিনের ছুটি চাইছেন। পুজোর আনন্দ যাতে সবাই ভাগ করে নিতে পারেন তার জন্যই এই ছুটি চাইছেন তারা।