চলে এলো ক্যান্সারের ভ্যাকসিন, শতাব্দীর সেরা আবিষ্কার বলছেন চিকিৎসকরা

0
10

The Calcutta mirror desk: পৃথিবীর অন্যতম জটিল এবং দুরারোগ্য রোগ হিসেবে চিহ্নিত করা হয় ক্যান্সারকে। দিন দিন বেড়ে চলেছে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা। তবে এবার এই রোগকে নিরাময় করতে আশীর্বাদ নিয়ে আসল রাশিয়া। আগেই রাশিয়া জানিয়েছিল তারা ক্যান্সারের টিকা নিয়ে আসবে। যা এই একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হিসেবে পরিগণিত হবে।

 

প্রস্তুত টিকা:

ইতিমধ্যেই টিকাটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার ফেডারেল মেডিকেল এন্ড বায়োলজিক্যাল এজেন্সি প্রধান জানিয়েছেন ক্যান্সার রোগের প্রতিকার হবে এবার একটি টীকা। এর নাম এন্টারোমিক্স। কোভিডকে বিদায় জানাতে যে ভ্যাকসিন ব্যবহার করা হয়েছিল এটি তারই মতন একটি ভ্যাকসিন। ক্যান্সারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে এটি। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভ্যাকসিন বহুবছরের গবেষণার ফসল। প্রায় তিন বছর ধরে এর ট্রায়াল পর্ব চলে। ক্যান্সারের ধরন অনুযায়ী টিউমারের আকার ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলতে পারে এটি। মূলত বৃহতন্ত্রের ক্যান্সার নির্মূল করতে বড় ভূমিকা নেবে এই ভ্যাকসিন। রুশ বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সালের গোরাতেই এটি তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে সেটি চলে যায় অগ্রগতির দিকে!

ভ্যাকসিনের কার্যকারিতা:

বর্তমানে মানব জীবনের আশীর্বাদ নিয়ে আসছে এই ভ্যাকসিন। কিন্তু কিভাবে কাজ করবে এই ভ্যাকসিন। mRNA নামের এই ভ্যাকসিন শরীরের কোষগুলিকে প্রোটিন তৈরি করতে শেখাবে। যা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ৮০ শতাংশ পর্যন্ত ক্যান্সার কোষ নির্জীব করে ফেলা সম্ভব এর সাহায্যে। রুশ বিজ্ঞানী এবং রেডিওলজিস্টদের এই আবিষ্কারকে সাধুবাদ জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রীও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here