The Calcutta Mirror Desk :
চুল কাটানোর কথা ভাবছেন, আর সময়ই হচ্ছে না? এমন পরিস্থিতিতে অনেকে সারাদিনের কাজের শেষে রাতের বেলায় চুল কাটান। সেই সময় কারও মনে হয় না কোনও বিপদ ডাকছেন। কিন্তু এখানেই নাকি অনেকে করে বসেন ভুল। জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাসে সূর্যাস্তের পর চুল বা নখ কাটা নিয়ে নানা কথা প্রচলিত আছে। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে প্রাচীন শাস্ত্র, পুরাণ, আর সমাজে চলে আসা নিয়ম অনুযায়ী এর পেছনে কিছু ব্যাখ্যা রয়েছে। তাতেই বলা হয়, সূর্যাস্তের পর চুল কাটা উচিত নয়।
জ্যোতিষ মতে, সূর্য হল প্রাণশক্তি, আলো এবং ইতিবাচক শক্তির প্রতীক। সূর্য ডোবার পর অশুভ শক্তি (রাহু-কেতু, অন্ধকারের প্রতীক) সক্রিয় হয় বলে মনে করা হয়। এই সময় শরীরের চুল বা নখ কাটলে তা শুভ নয় বলে বিশ্বাস করেন অনেকে। সূর্য অস্ত যাওয়ার পর চুল কাটলে কী কী হয় ? নিম্নে আলোচনা করা হল।
অশুভ শক্তি বৃদ্ধি পায় – সূর্যাস্তের পর চুল কাটলে অমঙ্গল ঘটে, পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে ধারণা।
আয়ু ও সৌভাগ্যে প্রভাব – শাস্ত্রে বলা হয়, সন্ধ্যার পর চুল কাটা আয়ু হ্রাস করতে পারে বা সৌভাগ্যে বাধা সৃষ্টি করে।
পিতৃদোষের আশঙ্কা – কেউ কেউ মনে করেন, এই অভ্যাসে পূর্বপুরুষদের আশীর্বাদ কমে যায়।