The Calcutta mirror desk: চন্দ্রগ্রহণ শেষ হতেই এবার সূর্যগ্রহণ। ইতিমধ্যেই সূর্য প্রবেশ করেছে কন্যা রাশিতে। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর। আর এই সূর্য গ্রহণে বদলাতে চলেছে ভাগ্য কয়েকটি রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণের পরেই হয় সূর্য গ্রহণ। বছরের শেষ সূর্য গ্রহন হতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই সময়ে কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্র বুধ এবং সূর্য। অন্যদিকে মীন রাশিতে অবস্থান করছে শনি। এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে একেবারে জাদুর মতন। জীবনে আসবে চরম সফলতা। এতদিন নানান কষ্টে ভুগতে হয়েছিল সিংহ রাশির জাতক জাতিকাদের। এবার সিংহ রাশির জাতক-জাতিকারা নতুন আয়ের উৎসব খুঁজে পাবেন । আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হবে। আর্থিক সঞ্চয় করতে পারবেন। নানান রকম সৌভাগ্য লাভ করতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি সাধন হবে। যানবাহন কিনতে পারেন। কর্ম ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। কর্মক্ষেত্রে সকলের সমর্থন পেয়ে এগিয়ে যাবেন। বিশেষ করে তরুণ তরুণীদের কর্ম ক্ষেত্রে বিরাট সুযোগ আসবে। বৃষ রাশির জাতক জাতিকারা বছরের শেষ সূর্যগ্রহণে নতুন প্রত্যয় সঞ্চয় করতে পারবেন। আয়ের নতুন নতুন উৎসব খুলে যাবে আপনার চোখের সামনে। চাকরি এবং ব্যবসায় ব্যাপক সুবিধা অর্জন করবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। আবার কথা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন। মনে রাখবেন এই সংক্রান্ত তথ্যগুলি জ্যোতিষ নির্ভর এগুলি বিশ্বাস করাতে কোনভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম.