The Calcutta mirror desk: পুজোর মাসে মুখে ফুটবে চওড়া হাসি। শুধুই টাকায় ভরে যাবে এই রাশির জাতক জাতিকাদের জীবন। কন্যা রাশিতে প্রবেশ করেছে সূর্য। আবার কন্যা রাশিতে অবস্থান করছে বুধ। বুধ এবং সূর্যের সঙ্গমে বুধাদিত্ব যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে। সেই কারণে এই যোগের প্রভাবে কোটিপতি হতে পারেন কয়েকটি রাশির জাতক জাতিকারা। জীবনে আসতে পারে সুখ স্বাচ্ছন্দ এবং সাফল্য। আনন্দে ভরে উঠবে জীবন। এর মধ্যে প্রথমেই রয়েছে মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাচ্ছন্দ্যের কোন অভাব হবে না শুধুই বৈভব। বিশেষ করে পুজোর সময় বাড়তি খরচা তো হবেই না উল্টে পকেটে ঢুকবে টাকা। শিক্ষা এবং প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করতে পারেন। বুদ্ধি এবং চতুরতার দ্বারা অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। সূর্যের কন্যা রাশিতে গোচরের ফলে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয়ের ভারসাম্য বজায় থাকবে। সহজেই লাখপতি হতে পারেন তারা। সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে জীবনে আর পিছন ঘুরে তাকাতে হবে না।। যারা সিনেমা চলচ্চিত্র এবং বৈদ্যুতিন বস্তুর ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো। কন্যা রাশিতেই এক মাসের জন্য অবস্থান করছেন সূর্যদেব। সূর্য এবং তার সাথে বুধ কন্যা রাশিকে নিয়ে যাবে উন্নতির শিখরে। নতুন কাজ শুরু করার ইচ্ছে থাকলে এখন থেকেই করতে পারেন। সামাজিক ক্ষেত্রে প্রভুতো মান সম্মান বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ। পারিবারিক জীবন হবে মধুময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই কন্যা রাশির গোচর সুন্দর সময় নিয়ে আসবে। আর্থিক দিক থেকে সবল হবেন বিদেশে যেতে পারেন। হঠাৎ করেই অপ্রত্যাশিত আয় হতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে প্রচুর অর্থ আগমনের যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকারা পরিশ্রমের ফসল পাবেন। গাড়ি কিনতে পারেন সামাজিক ক্ষেত্রে মান সম্মান বাড়বে। সম্পত্তিগত কাজে শিখরে উঠবেন। আবার পরিবার এবং সন্তানের সঙ্গে সময় কাটাবেন খুবই সুন্দর। মোটের উপর পুজোর সময় ভাগ্য খুলে যাবে এইসব রাশির জাতক জাতিকাদের। মনে রাখবেন এই তথ্যগুলি কেবল জ্যোতিষ নির্ভর এগুলি বিশ্বাস করাতে কোনভাবেই বাধ্য নয় আমাদের সংবাদ মাধ্যম।