The Calcutta mirror desk: আর মাত্র কয়েক দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। এই দুর্গাপূজার আগে সকলেই চাইছেন নিজেকে সাজিয়ে তুলতে। কিন্তু নিজেকে সাজিয়ে তোলা হোক কিংবা নতুন জামা কাপড় কেনা প্রয়োজন অর্থের। সেপ্টেম্বর মাস শেষ হতে আর হাতেগোনা কয়েকদিন বাকি। সামনেই রয়েছে অক্টোবর মাস আর এই অক্টোবর মাসে রয়েছে একাধিক উৎসব । মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। এরফলে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবন হবে পরিবর্তিত। নতুন সূচনা হতে পারে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের মধ্যে। মঙ্গল সাহস এবং বীরত্বের প্রতীক। ৩৬ দিন তুলা রাশিতে অবস্থান করবেন মঙ্গল। অন্যদিকে শুক্র তুলা রাশিতে রয়েছে। শুক্র এবং মঙ্গলের মধ্যে তৈরি হবে বিশেষ জুতি। এছাড়া শনি রয়েছে ওই রাশিতেই। সম্পদ এবং সমৃদ্ধিতে দ্বিতীয় স্থানে অবস্থান করবেন মঙ্গল এবং শনি। তুলা রাশিতে মঙ্গলের এই অবস্থানের কারণে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য শুভ সময়। ব্যবসায় ব্যাপক লাভ হবে তবে বৈবাহিক বিষয়ে সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কে উন্নতি হতে পারে। আপনার ব্যক্তিত্ব সকলের নজর কেড়ে নেবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। ধনু রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু করবে এই মঙ্গল। অপ্রত্যাশিত আনন্দ চলে আসতে পারে আপনার জীবনে। প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। ছোট ছোট কারণে পয়সা ব্যয় হতে পারে। কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। বন্ধুদের ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হচ্ছে। ঘর সাজানোর সরঞ্জাম কিনতে গেলে অতিরিক্ত ব্যয় হতে পারে। শিশুদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাবেন। ব্যবসা ক্ষেত্রে প্রভুত উন্নতির সম্ভাবনা।