The Calcutta mirror desk: অক্টোবর থেকেই ধন ভাগ্য খুলে যাচ্ছে কিছু রাশির জাতক-জাতিকাদের! জীবনে আসবে চরম সাফল্য! কারণ রুপোর পায়ে হাঁটতে শুরু করবেন শনি! কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে মোড় ঘোরানো পরিবর্তন নিয়ে আসতে পারেন শনিদেব। বিপুল ধনলাভ হবে এই তিন রাশির জাতক জাতিকাদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন শনি। মীন রাশিতেই প্রবেশ করবেন তিনি। তবে এই নক্ষত্রের প্রবেশ করা জ্যোতিষ শাস্ত্রে মোটেই ভালো সময় নয়। বরং এই সময় মানুষের মধ্যে দারিদ্র্য এবং অনাহার বারে। বড় ঠাকুর নামে বাংলায় পুজিত হন শনিদেব। তাকে নিয়ে মানুষের মধ্যে ভয় আতঙ্ক কাজ করে। দুর্গা পুজোর পর আগামী ৩ অক্টোবর রাত নটা বেজে ৪৯ মিনিটে শনি প্রবেশ করবেন এই নক্ষত্রে। শুভ ফল নিয়ে আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। শনি গোচর করে নবম ঘরে অবস্থান করবে এবং যে কোন কাজে সাফল্য এনে দেবে। প্রতিটি কাজে পাওয়া যাবে ভাগ্যের সঙ্গ। এছাড়া সফলতা অর্জন করবেন সহজেই। কুম্ভ রাশির জাতক জাতিকার রা শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে শুভ ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে চাকরি ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। আবার আর্থিকভাবে লাভবান হতে পারেন সহজেই। মীন রাশির জাতক-জাতিকারা এই নক্ষত্র গোচড়ের ফলে কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য পাবেন। ব্যবসা এবং কর্মজীবনে অতিরিক্ত লাভ পাবেন। এই সময় কাজের ক্ষেত্রে আসবে সুনাম। এছাড়া সমাজের প্রতিষ্ঠা বাড়বে। শনিদেবের এই রাশি পরিবর্তন স্বাভাবিকভাবেই এই তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে মোর ঘোরানো পরিবর্তন আনবে ম্যাজিকের মত। তবে মনে রাখবেন এই সংক্রান্ত তথ্যগুলি সবটাই জ্যোতিষ নির্ভর। এগুলি বিশ্বাস করাতে কোনোভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।