ধনধান্যে ভরিয়ে দেবেন মা দুর্গা, পুজোর মুখে লাখপতি হবেন কারা

0
21

The Calcutta mirror desk: দুর্গাপূজা মানেই বাঙালির আবেগ। আর সেই আবেগের সাথে মিলেমিশে থাকে ঐতিহ্য মায়ের আশীর্বাদ এবং চিরাচরিত নানান প্রথা। দুর্গাপুজো এসে গিয়েছে মা-ও এসেছেন ঘরে। এই দুর্গা পুজোতে মা এসেছেন কয়েকটি রাশির জাতক জাতিকাদের কপাল খুলতে। দুর্গাপূজার শুরু হতেই তাদের ভাগ্যন্নতি হবে। কয়েকটি রাশি মালামাল হবেন সহজেই । মায়ের আগমনের সাথে সাথে তাদের জীবনেও আসবে সুখ সমৃদ্ধি এবং একগুচ্ছ ভালোবাসা। আর পিছনে ঘুরে তাকাতে হবে না। মা দুর্গার প্রিয় রাশি? তালিকায় রয়েছেন কারা। শুধু এই পাঁচ দিনই নয় বরং বছরের প্রতিটি দিন তাদের জন্য হবে মধুময়। প্রথমেই রয়েছে বৃষ রাশির জাতক জাতিকারা। এরা সহজেই মা দুর্গার আশীর্বাদ পান এবং যে কোন প্রতিকূলতাকে জয় করেন। স্বয়ং মা দুর্গা তাদের যে কোন কাজে সহায়তা করেন। কর্কট রাশির জাতক জাতিকারা সহজেই মা দুর্গার আশীর্বাদ পেতে পারেন। যেকোনো কঠিন কাজ তারা সহজ করে তুলতে পারেন মা দুর্গার আশীর্বাদে। ষষ্ঠী থেকে এদের জীবনে নতুন কোন সূচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। যেকোনো কাজে সফলতা পাবেন তারা। সিংহ রাশির জাতক-জাতি কারা মা দুর্গার আশীর্বাদ ধন্য হয়ে থাকে। কঠিন সিদ্ধান্ত নিয়ে এতদিন বিপদে পড়লেও এবার সুখের সময় শুরু হচ্ছে তাদের। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তাদের জন্য। এই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন হয়ে উঠবে স্মরণীয়। কন্যা রাশির জাতক জাতিকারাও মা দুর্গার আশীর্বাদ পেয়ে থাকেন সহজেই। পুজোর পাঁচ দিনের মধ্যে কোনো ভালো খবর তাদের মন ভরিয়ে দিতে পারে। জীবনে নতুন শুরুর সূচনা হতে পারে। কন্যা রাশির জাতক-জাতিক তাদের যেকোনো বিপদ থেকে মা দুর্গা সহজেই রক্ষা করবেন। ধনু রাশির জাতক জাতিকারা এতদিন বিরম্বনায় ভুগলেও এবার তাদের জীবনে শুধুই আনন্দের শুরু।। যেকোনো কাজে তারা সাফল্যের মুখ দেখবেন। অর্থ কষ্ট দূর হয়ে যাবে। বহুদিন ধরে চলে আসা কোন ঝামেলা থেকে অবসান ঘটবে এবার। আর্থিক অবস্থা ভালো হবে । মনে রাখবেন এই তথ্যগুলি কেবল যদি নির্ভর একটি বিশ্বাস করাতে কোনভাবেই বাধ্য করেনা আমাদের সংবাদ মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here