সরকারি চাকরি প্রাপ্তি বা রোগ মুক্তি, মহা সপ্তমীতে করুন এই মহা টোটকা

0
34

The Calcutta mirror desk: পুজোর ঢাকে পড়ে গিয়েছে কাঠি শুরু হয়ে গিয়েছে পুজো। ষষ্ঠী শেষ হতেই আসবে সপ্তমী। ষষ্ঠীতে বোধন আর সপ্তমীতে মায়ের পুজো শুরু হয়। মহা সপ্তমীতে অধিবাস কলাবউ স্নান ইত্যাদি চলে। আর এই মহাসপ্তমীতে যদি নিজের পরিবারের সুখ শান্তি আনতে চান এবং চান নিজের ইচ্ছে পূরণ করতে তবে অবশ্যই ভরসা করতে পারেন মায়ের উপর। কারণ তিনি সর্বজয়া।। যদি সপ্তমীতে এই বিশেষ টোটকা করা যায় তবে ধনধান্যে ভরে উঠবে আপনার সংসার আর্থিক উন্নতি অনিবার্য। কি কি করতে হবে এই দিন। কালরাত্রি পুজো করা হয় এই দিন রাতের বেলা অনেকেই ঘুমিয়ে পড়ার পর দুর্গার সপ্তসতী পাঠ করতে পারেন। কালরাত্রি দেবীর বীজ মন্ত্র পাঠ করলে যে কোন বিপদ থেকে সহজেই পেয়ে যাবেন রক্ষা। আবার এই দিন লাল পেড়ে সাদা শাড়িতে আলতা লাগিয়ে মায়ের চরণে নিবেদন করতে পারেন এতে যে কোন বিপদ কেটে যেতে পারে সহজেই। সপ্তমীতে মা দুর্গার সামনে বিউলির ডালের খিচুড়ি বানিয়ে অর্পণ করতে পারেন এরপরে সেই প্রসাদ ভোগ হিসেবে গ্রহণ করুন। লাল জবা ফুল মায়ের অত্যন্ত পছন্দের জিনিস এই দিন সপ্তমী তিথিতে মাকে অবশ্যই জবার মালা অর্পণ করতে পারেন। যেসব বেকার ছেলে মেয়েরা চাকরি পেতে চাইছেন তারা চটজলদি করতে পারেন একটি উপায়। সপ্তমীর দিন এক কিলো করে পান মাকে দিয়ে দিন। মনে রাখবেন এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে। আবার সাতটি লাডুর মধ্যে লবঙ্গ গেঁথে মায়ের কাছে নিবেদন করতে পারেন। এই দিন ছোট শিশুদের নিজের পছন্দ মতন দান করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here