কালীপূজায় জীবনে আসবে নতুন পার্টনার? রাশি ভেদে দেখে নিন শিকে ছিঁড়ল কিনা

0
16

The Calcutta mirror desk:আর মাত্র কয়েকটা দিন পরেই আসছে কালীপুজো এর পরে একে একে ভাইফোঁটা দীপাবলি। আলোর উৎসব দীপাবলির জন্য সেজে উঠছেন সবাই। কিন্তু আপনার মন কি রঙিন হবে। আপনার মনে কি আলো জ্বলবে। বিশেষ করে সিঙ্গেলদের জন্য এই কালীপুজো নতুন কোন পার্টনার নিয়ে আসবে?

অক্টোবরে এসে কেমন থাকবে আপনার প্রেম জীবন। কাদের জীবনে আসবে প্রেম আর কারা হারাবেন নিজের জীবনসঙ্গীকে। মেষ রাশির জাতকরা প্রেম হারিয়ে ফেলতে পারেন আবার বৃষ রাশির জাতকরা বুঝে শুনে কথা না বললে প্রেমিক প্রেমিকার গুতো খেতে পারেন। মিথুন রাশির জাতকরা দাম্পত্য সুখ পাবেন এবং কর্কট রাশির জাতকদের প্রেম জীবন খুব একটা শুভ থাকবে না। সিংহ রাশির জাতকরা মানুষের প্রথমদিকে বেশ ভালই প্রেমী জীবন কাটাবেন। কন্যা রাশির জাতকদের বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে নতুন প্রেম জীবনে আসতে পারে। একেবারে দরজায় কড়া নাড়িয়ে দিতে পারে নতুন প্রেম। তবে মনে রাখবেন বুঝে শুনে কথা বলতে হবে নইলে বিপদে পড়তে হবে প্রেম সম্পর্কেও।

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দাম্পত্য সুখ খুবই ভালো কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতি কারা প্রেম পিরিতের প্রতি খুব একটা ঝুকবেন না। ধনু রাশির জাতকদের মাসের দ্বিতীয় ভাগে বৃহস্পতির রাশি পরিবর্তনে প্রেমের জীবনে জোয়ার আসবে। মকর রাশির জাতকদের প্রেম প্রীতির ক্ষেত্রেও খুব একটা শুভ হবে।কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য সুখে অবস্থান করে আছে কেতু, তাই প্রেমিকা হোক কিংবা স্ত্রী কারো সাথেই সম্পর্ক খুব একটা ভালো যাবেনা। নতুন প্রেমে পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকারা। দ্বিতীয় ভাগের মধ্যবর্তী সময়ে নতুন প্রেম দরজায় কড়া নাড়তে পারে। মনে রাখবেন এই তথ্যগুলি সবই জ্যোতিষ নির্ভর এগুলো বিশ্বাস করাতে কোনোভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here