শুক্র কেতুর মিলনে চরম ভোগান্তি, পদে পদে বিপদ এই রাশির জাতকদের

0
15

The Calcutta mirror desk: কেতু এবং রাহুকে বলা হয় ছায়া গ্রহ। তারা বিভিন্নভাবে মানুষের মনের ভিতর ভ্রম সৃষ্টি করে। কেতু যেমন বস্তুবাদ থেকে সাধারণ মানুষকে দূরে পাঠিয়ে দেয়। ঠিক তেমনভাবে রাহু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা এবং তীব্র বাসনা সৃষ্টি করে। তবে এই অক্টোবর মাসে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে যেন অকাল বৈরাগ্য নামিয়ে আনবে কেতু। কেতুর প্রভাবে এই রাশিগুলি চরম নাজেহাল হবে।

অক্টোবর মাসে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের উপরে দৃষ্টি দেবে কেতু। তাদের জীবনে উঠবে ঝড়। শুক্র কেতুর মিলন তৈরি হবে আগামী ৯ই অক্টোবর। কন্যা রাশিতে শুক্র এবং কেতু একসাথে বসবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চরম বিভ্রান্তি তৈরি হবে। তাই গুরুজনদের পরামর্শ নিতে হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব হতে পারে। মনের মধ্যে অস্থিরতা বাড়বে। হঠাৎ খরচ বাড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের। স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোন পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে চরম বিবাদ জীবনে ক্ষতি ডেকে আনবে।

মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতার সময় এটি। কর্মজীবনে চরম বিভ্রান্তির শিকার হতে পারেন। লোকের কথায় প্রভাবিত না হওয়াই ভালো। মনে রাখবেন এই তথ্যগুলি কেবল জ্যোতিষ নির্ভর এগুলি বিশ্বাস করাতে কোনভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here