The Calcutta mirror desk: ভাইফোঁটা কখন দেবেন ঠিক কোন দিন পড়েছে ভাই ফোঁটা। ২০২৫ সালে ২২ না ২৩ শে অক্টোবর ভাইফোঁটা? বাঙালির আবেগের সঙ্গে মিলেমিশে রয়েছে ভাতৃদ্বিতিয়ার আবেগ। বোনেরা এই দিনে তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ফোটা দিয়ে থাকেন। কালীপুজোর দুইদিন পরে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয় এই ভাইফোঁটা।
২২ অক্টোবর অর্থাৎ বুধবার রাত ১২:৪৬ মিনিটে শুরু হচ্ছে দ্বিতীয়া তিথি। ২৩ শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত ১০:৪৬ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। উদয়া তিথি অনুযায়ী যেহেতু ২৩ অক্টোবর বৃহস্পতিবার এই তিথি চলবে? ভোর পর্যন্ত তাই এই দিনেই পালন করা হবে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত পঞ্জিকা অনুযায়ী দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময়ে। ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১:১৩ মিনিট থেকে বৃহস্পতিবার বিকেল ৩:২৮ মিনিট পর্যন্ত! সাধারণত ভাইফোঁটার সঙ্গে বাঙ্গালীদের চিরকালীন আবেগ যেন মিলেমিশে গিয়েছে। বয়স যাই হোক না কেন নিজের ভাইয়ের কপালে ফোটা দেওয়ার লোভ সামলাতে পারেন না বোন দিদিরা কেউই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা
। এই মন্ত্র উচ্চারণ করেই মূলত ভাইয়ের কপালে চন্দন কাজল ইত্যাদির ফোটা দেয়া হয়। এই বছর ভাইফোঁটা দেওয়ার জন্য বোনেরা শুভ সময় পাবেন দুই ঘন্টা ১৫ মিনিট। তবে নিজের সুবিধা মতন দেওয়া যাবে ভাই ফোঁটা। মনে রাখবেন এই তথ্যগুলি জ্যোতিষ নির্ভর তাই এগুলি বিশ্বাস করাতে কোনোভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।