রোহিতদের হেড স্যার হচ্ছেন জিজি ।

0
71

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আইপিএল ফাইনাল পর্ব মিটে যাওয়ার পর একটি ঘটনা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। জয় শাহের্ সঙ্গে দীর্ঘক্ষণ গম্ভীরকে কথা বলতে দেখা গিয়েছে । আর তারপরেই জল্পনা বাড়ল গম্ভীরের পরবর্তী ভারতীয় হেড কোচ হওয়া নিয়ে। সেই আলোচনা থেকে একটি কথাই বাইরে এসেছে। ‘দেশ কে লিয়ে করনা হ্য়ায়’! অর্থাৎ দেশের জন্য় করতে হবে। এই কথা জয় না গম্ভীর বলেছেন, তা এখনও জানা যায়নি।

ভারতের এক স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ,গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ। রোহিত শর্মাদের হেড স্যার হচ্ছেন কেকেআর মেন্টর। সেই সেখানে লেখা হয়েছে, ‘আইপিএল ফ্র্যাঞ্চাইজির অত্য়ন্ত হাই-প্রোফাইল মালিক বিসিসিআই-এর টপ বসদের খুবই কাছের। ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নিয়োগ প্রায় ডান ডিল বলা যেতে পারে। দ্রুত ঘোষণা হবে। এই বিষয়ে একজন হাই-প্রোফাইল ধারাভাষ্য়কারও কাজ চালাচ্ছেন।’ যদিও এখনো কোনও সরকারি বিবৃতি আসেনি এখনও। মনে করা হচ্ছে গম্ভীর ও বিসিসিআইয়ের মধ্য়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। অন্য়দের সঙ্গেও কথা হচ্ছে। আসন্ন টি-২০ বিশ্বকাপ শেষ হলেই দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের মেয়াদ শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here