ডুরান্ড কাপে লাল-হলুদ ঝড় !

0
19

The Calcutta Mirror Desk , Pallab : ডুরান্ডের প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিল, ডাউনটাউনের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করল ইস্টবেঙ্গল। আর লাল-হলুদের হয়ে পুরো খেলা কন্ট্রোল করলেন মাদিহ তালাল। লাল-হলুদ জার্সিতে অভিষেকের পর প্রথম দুটো ম্যাচেই সেরা ফুটবলার। শেষ কবে এমন ফুটবলার এসেছে ইস্টবেঙ্গলে? অনেকে বলছেন টোলগে ওজবের কথা। তালাল শুধু গোল করছেন না। গোলের জন্য বলও তৈরি করছেন। ডাউনটাউনকে ৩-১ গোলে উড়িয়ে ডুরান্ডের নক আউটের পথে ইস্টবেঙ্গল। কিশোরভারতী থেকে ডার্বির আগে গর্জন শুরু লাল-হলুদ জনতার। গ্যালারিতে মশাল জ্বালিয়ে সমর্থকরা বুঝিয়ে দিলেন, এ বারের বড় ম্যাচে তাদের প্রিয় দল কতটা শক্তিশালী।

দিমিত্রিয়স ডায়ামান্টাকোস আর ক্লেটন সিলভাকে বেঞ্চে রেখে দল সাজিয়েছিলেন কুয়াদ্রাত। প্রয়োজনে মাঠে নামানোর কথা ভেবে। ডাগ আউটে বসেই জেসিন টিকে, অমন সিকে, ডেভিডদের দাপুটে ফুটবল দেখেলেন তাঁরা। সমর্থকরাও আশ্বস্ত হলেন, এ বছর কুয়াদ্রাতের রিজার্ভ বেঞ্চ তৈরি। খেলার ২৩ মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন ফরাসি সুপারস্টার। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম গোল তালালের। প্রথম ম্যাচে দুরন্ত পাসিং আর অ্যাসিস্টে সমর্থকদের মন জয় করেছিলেন। বুধবার ফ্রি-কিক থেকে লাল-হলুদ জনতার হৃদয় জিতলেন তালাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here