হার দিয়ে ISL শেষ করল লাল-হলুদ !

0
6

The Calcutta Mirror Desk , Pallab : শনিবার বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। শিলংয়ের বুকে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। দলের হয়ে এদিন জোড়া গোল পান আলাদিন আজারেই। এছাড়াও গোল পান নেস্টর আলবিয়াচ এবং মহম্মদ আলি বেমামার। প্রথমার্ধে গোলশূন্য ফলাফলে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল নর্থইস্ট। স্বাভাবিকভাবেই গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি বেনালির ছেলেদের।

বলাবাহুল্য, এদিন কয়েকজন সিনিয়র ফুটবলারদের সাথে একাধিক জুনিয়র ফুটবলারদের নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিল মশাল ব্রিগেড। সহকারী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে এদিন খেলতে নেমেছিল ছেলেরা। চাকু মান্ডি থেকে শুরু করে তন্ময় দাস, সুমন দে ও হীরা মন্ডলের মতো ফুটবলাররা দাঁতে দাঁত চেপে লড়াই করলেও সেটা বজায় থাকেনি। প্রথমার্ধে গোলশূন্য ফলাফল থাকলেও চতুর্থ কোয়ার্টারের শেষেই গোল তুলে নেন নেস্টর।

যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল দলের ফুটবলারদের মধ্যে। তারপর ব্যবধান বাড়াতে খুব একটা দেরি করেননি আলাদিন। জোড়া ধাক্কা কাটিয়ে ম্যাচে ফেরার লক্ষ্য থাকলেও নিঃসন্দেহে চাপে পড়ে গিয়েছিল লাল-হলুদ ফুটবলাররা। তারপর বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত থেকে ব্যবধান আর ও বাড়িয়ে নেয় নর্থইস্ট। তারপর কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান বেমামার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here