The Calcutta Mirror Desk :
সোমবার ঘরের মাঠে অঘোষিত ফাইনালে নেমেছিল ইস্টবেঙ্গল। বিপক্ষে ছিল ইউনাইটেড স্পোর্টস। ম্যাচে ড্র করলেই চলতি মরশুমে চ্যাম্পিয়ন হওয়া যাবে- এই সহজ অঙ্কটা মাথায় রেখেই নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে ড্র নয়, ঘরের মাঠে দাপুটে জয় পেল। ২-১ গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে চলতি মরশুমের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডেভিড লালহানসাঙ্গা ও গুইতে।
তবে স্কোরলাইন ২-১ হলেও গোটা ম্যাচেই দুরন্ত আক্রমণ শানিয়েছেন পিভি বিষ্ণু, আমন সিকেরা। বিপক্ষের গোলকিপার রৌনক ঘোষ কয়েকটি নিশ্চিত গোল না বাঁচালে আরও বড় ব্যবধানে হারত ইউনাইটেড স্পোর্টস। এই নিয়ে ৪১ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল।