The Calcutta Mirror Desk :
সুপার কাপের গ্রুপ পর্বেই ডার্বি। বৃহস্পতিবার গ্রুপ বিন্যাস হয়ে গেল। একই গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল। গ্রুপ এ-তে রয়েছে দুই প্রধান। একই গ্রুপে ইস্ট-মোহন ছাড়া রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। অর্থাৎ, সুপার কাপের গ্রুপ পর্বেই ডার্বি। ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর মোহনবাগানের তিনটে ম্যাচ।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৩১ অক্টোবর সুপার কাপের ডার্বি হতে পারে। ১৬টি দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটে করে দল আছে। গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশি। গ্রুপ সিতে আছে বেঙ্গালুরু, মহমেডান স্পোর্টিং, পাঞ্জাব এবং গোকুলাম কেরল। গ্রুপ ডিতে রয়েছে মুম্বই সিটি, কেরল ব্লাস্টার, হায়দরাবাদ এবং রাজস্থান।