The Calcutta Mirror Desk :
নিয়মরক্ষার ম্যাচও গড়াল সুপার ওভারে। ফাইনালের আগে ভারতের জন্য অশনি সঙ্কেত তৈরি করে দিল শ্রীলঙ্কা। অঘটনের সমস্ত সম্ভাবনা থাকলেও সুপার ওভারে শুধুমাত্র অভিজ্ঞতার জোরে ম্যাচ ছিনিয়ে নিল ভারত। ঝাঁঝ দেখিয়ে সূর্যকুমারদের সুপার ওভার পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষ পর্যন্ত হারই জুটল শ্রীলঙ্কার কপালে। অপরাজিত তকমা বজায় রেখেই ২৮ সেপ্টেম্বর ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হলেও পাথুম নিসঙ্কার শ্রীলঙ্কা আজ বড় ‘শিক্ষা’ দিল টিম ইন্ডিয়াকে।