ফুটবল ছেড়ে মায়ের বোধনে ইস্টবেঙ্গল, ঘরের মেয়ে এখানে উমা

0
64

The Calcutta mirror desk: উমা বন্দনায় মেতে উঠেছে ইস্টবেঙ্গল। দুর্গাপুজো মিলিয়ে দিল দুই বাংলাকে। ইস্টবেঙ্গলের আয়োজনে দুর্গাপুজো। শুধু বাঙালি নয় দুর্গাপূজা সার্বজনীন উৎসব। দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠেন ৮ থেকে ৮০। এখন আর ষষ্ঠী থেকে দশমী নয় পুজো শুরু হয়ে গিয়েছে সেই প্রথমার দিন থেকেই। মহালয়ার পর থেকেই দেশবাসী মেতে উঠেছেন মাতৃ বন্দনায়। এই দুর্গাপূজা উপলক্ষে সেজে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব। কেবলমাত্র বার পুজোয় সীমাবদ্ধ থেকে নয় বরং মাতৃ বন্দনা করে এবার চমক দিতে চাইছে তারা। তবে এখানে মা এসেছেন মেয়ে হয়ে। ধরাধামে এখানে মা এসেছেন মেয়ে উমা হয়ে। তাই মেয়ের আবাহনে মেতে উঠেছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই চলে এসেছে প্রতিমা । চলছে জোড় প্রস্তুতি। ঢাক বাদ্দির আওয়াজে মেতে উঠেছে ইস্টবেঙ্গলের চৌহদ্দি। ফুটবল ছেড়ে এবার মাতৃ আরাধনায় ব্যস্ত হয়ে পড়েছেন তারা। ষষ্ঠীতে মায়ের বোধন থেকেই মূলত পুজোর প্রথম যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন তারা। দশমীতে ঠাকুর বিসর্জন। তার মাঝে চলবে সংস্কৃতিক অনুষ্ঠান এবং পাঁচ দিন ধরে ভুরিভোজ। ফুটবল যেমন তাদের কাছে উৎসব ঠিক তেমনি এই মাতৃবন্দনাও তাদের উৎসবে পরিণত হয়েছে বলে জানিয়েছেন কর্তারা। এদিন ইস্টবেঙ্গল কার্যত সেজে উঠেছে আলোকসজ্জা এবং নানান রকমারি ঝলকে। থিমের সৌকর্য না থাকলেও তাদের পুজোর আলাদা মাদকতা রয়েছে বলে জানিয়েছেন পূজা উদ্যোক্তারা। শুধুমাত্র বছরের এই পাঁচটি দিন নয় উমা তাদের ঘরের মেয়ে হয়ে বছরের ৩৬০ দিনেই থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই পাঁচ দিন ধরে রয়েছে পেট পুজোর পর্ব এবং অবশ্যই আনন্দ হই হুল্লোড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here