The Calcutta mirror desk: সবেমাত্র শেষ হয়েছে শারদ উৎসব। এর মধ্যেই মুখে হাসি ফুটল দেশবাসীর। ভারতকে হাসিতে ভরিয়ে দিলেন মীরাবাঈ চানু। নরওয়েতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে নিয়েছেন তিনি। এর ফলে ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মীরাবাঈ। আন্তর্জাতিক ভারোওলন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ভারতকে সাফল্যের মুখ দেখালেন তিনি। ৪৮ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি পেয়েছেন রৌপ্য পদক । আন্তর্জাতিক মঞ্চে প্রায় তিন বছর পর তাকে আবারও দেখা গেল। তার ক্রিয়া সংগঠন এবং ক্ষমতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তবে এবার সবাইকে জবাব দিলেন তিনি । বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো পারফরমেন্স করতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই ছিলেন দ্বিধা বিভক্ত । তবে নিজেকে প্রমাণ করবার এই প্রতিযোগিতা হাতছাড়া করেননি তিনি তাই শারদ উৎসবের শেষে দেশকে উপহার দিলেন এই বিরাট কৃতিত্ব। এই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মোট ৮৪ কেজি ওজন তুলেছিলেন তিনি। ক্লিন এন্ড জার্ক বিভাগে তিনি ১১৫ কেজি ওজন তুলেছিলেন সর্বোচ্চ। এরপরে ১৯৯ কেজি ওজন তুলে তিনি সর্বোচ্চ প্রতিযোগিতায় জিতে যান। ২০২২ সালে রুপোর পদক জয় করেছিলেন তিনি এবার ২০২৫ সালের রুপোর পদক জয় করলেন তিনি। ২০২০ সালের টোকিও অলিম্পিকে তিনি রুপোর পদক জয় করেন। প্রথমে শুরুটা ভালো হলেও ধীরে ধীরে পিছিয়ে পড়েন তিনি যদিও শেষ পর্যন্ত দেশের মান রক্ষা করতে সক্ষম হন তিনি। দক্ষিণ কোরিয়ার অ্যাথলিট রি সং ২১৩ কেজি ভার উত্তোলন করে সোনার পদক জয়লাভ করেছেন। থাইল্যান্ডের প্রতিযোগী ১ ৯৮ কিলোগ্রাম ওজোন তুলে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
Home রোজকেরে খবর আন্তর্জাতিক শারদীয়ার শেষে দেশকে আনন্দে ভরালেন মীরাবাঈ! দেশের হয়ে জিতলেন রুপোর পদক