IFA শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল ! দ্বিমুকুটের হাতছানি

0
15

The Calcutta Mirror Desk : 

খাতায় কলমে ইস্টবেঙ্গল ও নামধারীর ম্যাচটা গ্রুপস্তরের ম্যাচ হলেও বকলমে এটা ছিল সেমি ফাইনাল। কারণ এই ম্যাচে যেই দল জিতত তারাই যেত ফাইনালে। আর সেই লড়াইটা কার্যত একপেশেভাবে জিতে গেল লাল হলুদ। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে IFA শিল্ডের ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল।

গোল দুটি করেন মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু। প্রথমার্ধেই আসে দুই গোল, আর এটাই ম্যাচের রূপরেখা তৈরি করে দেয়। শুরুতেইদুই গোল খাওয়ার পর নামধারী আর ম্যাচে ফিরতে পারেনি। ফাইনালের আগে দলে বেশ কিছু পরিবর্তনের কথা বলেছিলেন অস্কার ব্রুজো।

হামিদ সহ মোট তিন পরিবর্তনে একাদশ সাজিয়েছিলেন। তার ফল পেলেন। ফাইনালের আগে দলকে পুরোপুরি দেখে নিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here