The Calcutta Mirror Desk :
মোহনবাগানের সঙ্গে ড্র করেই সুপার কাপে বাজিমাত করল ইস্টবেঙ্গল। IFA শিল্ডের ফাইনালে হারের বদলা হয়তো জিতে নিতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। তবে সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানকে আটকে দিয়ে নিজেরা পৌঁছে গেল সেমিফাইনালে। টুর্নামেন্ট থেকে ছিটকে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে।
শুক্রবার বিকেলে ডেম্পো-চেন্নাইয়িন এফসি ম্যাচটি ১-১ ড্র হওয়ায় নিশ্চিন্ত হয়ে খেলতে নেমেছিল কলকাতার দুই প্রধান। তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের চাপ অনেকটাই কম ছিল। কারণ সবুজ-মেরুনের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদ, এ দিনের ডার্বি ড্র হলেই, হাসতে হাসতে শেষ চারে পৌঁছে যেত ইস্টবেঙ্গল।
মোহনবাগানকে জিততেই হতো। আর এ দিন কলকাতার ডার্বি ড্র হওয়ায়, শেষ হাসি হাসল লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগানের খেলা দেখে অবশ্য একবারও মনে হয়নি, তারা জেতার জন্য খেলতে নেমেছে।


