দ্বীতিয় টেস্টের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে; বাদ পড়লেন তারকা ফাস্ট বোলার জোফ্রে আর্চার।

0
41

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বীতিয় টেস্টে নামার আগে বড়োসড়ো ধাক্কা ইংল্যান্ড শিবিরে l টিম হোটেলের জৈব সুরক্ষিত পরিবেশ ভেঙে বাইরে বেরোনোর দায়ে তারকা ফাস্ট বোলার জোফ্রে আর্চারকে দ্বীতিয় ম্যাচে আগে দল থেকে বাদ দিলো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট l

গতকাল প্রকাশিত 13 জনের প্রাথমিক দলে আর্চারের নাম থাকলেও আজ সকালে ইসিবির (ECB) তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘জৈব সুরক্ষিত পরিবেশ ভাঙার দায়ে আর্চারকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে l শুধু তাই নয় এই বাহাতি ফাস্ট বোলারকে 5 দিনের জন্যে  থাকতে হবে সেল্ফ-আইসোলেসনে l ওই 5 দিনের দরুন তাঁর দুবার কোভিড পরীক্ষা হবে এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তিনি তৃতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দিতে পারবেন l

আর্চার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি আমার আচরণের জন্যে সকলের কাছে ক্ষমা প্রার্থী l আমি গোটা দল সহ তামাম ক্রিকেটপ্রেমী দের হতাশ করেছি l সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে এই টেস্ট ম্যাচ খেলতে না পারা বেদনাদায়ক হলেও এর জন্যে আমিই দায়ী এবং আমি আরও একবার সবার কাছে ক্ষমা চাইছিl’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here