করোনা আক্রান্ত স্নেহাশিষ গাঙ্গুলী

0
51

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এবার করোনা ভাইরাস ঢুকে পড়ল বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে l গতকাল বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গাঙ্গুলীর দাদা তথা সিএবির (CAB) যুগ্ম সচিব স্নেহাশীষ গাঙ্গুলী কোভিড আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই কোয়ারেন্টিনে ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ।

করোনা ধরা পড়ায় স্নেহাশীষকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সিএবিএর তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে জ্বর ছিল প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটারের l গতকাল পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

এর আগেও স্নেহাশীষের করোনা আক্রান্তের খবর রটেছিল। তবে সিএবি সে সময় এ খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here