আর্চারের জন্যে ক্ষতি হতে পারতো কোটি পাউন্ডের

0
43

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: স্বাস্থ্যবিধি উলঙ্ঘন করে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে কত বড়  ভুল করেছেন তা হাতেনাতে টের পাচ্ছেন জোফরা আর্চার।
25 বছর বার্ষীয় এই পেসার ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ তো পড়েছেনই সাথে সহ্য করতে হচ্ছে নানা সমালোচনাও। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডাইরেক্টর অ্যাশলে জাইলসও আর্চারের সমালোচনায় মুখর হয়েছেন । প্রাক্তন এই লেগস্পিনারের মতে আর্চারের কারণে মহাবিপর্যয়ের সম্মুখীন হতে পারত ইংলিশ ক্রিকেট, আর্থিক ক্ষতি হতে পারত কয়েক কোটি পাউন্ডের।

আর্চার ঠিক কী ধরণের বিধিনিষেধ উলঙ্ঘন করেছেন তা ইসিবি খোলসা করে না জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যমে যা খবর উঠে আসছে তা অনুসারে সাউদাম্পটন টেস্ট শেষে ম্যানচেস্টারের যাওয়ার পথে কাউকে না জানিয়ে হোভে বান্ধবীর সঙ্গে দেখা করতে নিজের ফ্ল্যাটে গিয়েছিলেন আর্চার। যদিও মাত্র কয়েকঘণ্টাই সেখানে ছিলেন বার্বাডোজ-জাত এই পেসার। পরে আর্চার নিজেই দলের ম্যানেজারকে এই খবর জানানোর পর তড়িঘড়ি বৈঠক করে তাঁকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দিয়ে পাঁচ দিনের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হয়।

জাইলস বলেন, আর্চার বুঝতেই পারেননি ওর এই কাণ্ডে কী ক্ষতি হতে পারত ইংলিশ ক্রিকেটের,  মহাবিপর্যয় হতে পারত। তাঁর এই কাণ্ডের জেরে চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো বটেই এমনকি বাতিল হয়ে যেত পারত আসন্ন পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ, ক্ষতি হতে পারত কোটি কোটি পাউন্ড। সম্ভাব্য ক্ষতিটা কত বড় ধরনের হতো আমার মনে হয় না ও তা বুঝবে। ওর বয়স কম, আর অল্প বয়সীরাই ভুল করে। এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ওর।’

তবে এতো কিছুর মধ্যে আর্চার পাশে পেয়েছেন ইংল্যান্ড দলের কোচ ক্রিস সিলভারউডকে তিনি জানিয়েছেন গোটা দল আর্চারের পাশে আছে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here