দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিসিসিআই এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণার’ জন্য সেটি আটকে থাকলেও এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত জানিয়ে দিয়েছে, আইপিএলের ক্রয়োদশ আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। গালফ নিউজকে দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়েছেন, ‘দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 9টি পিচ রয়েছে। এখানে বড় ইভেন্ট আয়োজনে সমস্যা হবে না। পিচ গুলোকে পর্যপ্ত বিশ্রাম দিতে এখানে কোন ম্যাচ আয়োজনের পথে হাঁটছেন না তাঁরা।’
ভারতের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে । বিসিসিআই তাই দেশের বাইরে আইপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানায়। আয়োজক হতে আগ্রহ দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড।
অতীত অভিজ্ঞতা থাকায় বিসিসিআইয়ের পছন্দ আরব আমিরাতকে; এমনটাই খবর উঠে আসছিলো বোর্ডের অন্দরমহল থেকে । দুবাই স্পোর্টস সিটির প্রধানের কথায় সেই জল্পনাই সত্যি প্রমাণিত হলো।
আইপিএলের ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয়ার মূল কারণ; দেশটির অবকাঠামো। দুবাই, শারজাহ ও আবুধাবির ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি নয়। অনুশীলন সুবিধা ও আন্তর্জাতিক মানের হোটেলসহ বিশ্বের সঙ্গে সহজ বিমান যোগাযোগ ব্যবস্থা।
এর আগে দুবার ভারতের বাইরে আয়োজিত হয়েছে আইপিএল। দুইবারই ভারতের সাধারণ নির্বাচনের জন্য। 2009 সালে আইপিএলের দ্বিতীয় আসরের পুরোটাই অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। 2014তে আইপিএলের সপ্তম আসরের 20টি ম্যাচ অনুষ্ঠিত হয় আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবিতে। সেমিফাইনাল ও ফাইানালসহ বাকি ম্যাচ হয় ভারতে।