স্থগিত হলো টি-20 বিশ্বকাপ

0
61

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:  করোনা মহামারির কারণে টি-20 বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিলো আইসিসি। চলতি বছরের 18 অক্টোবর থেকে 15 নভেম্বর অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে আগামী বছর অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। 2022 সালে হবে আরও একটি বিশ্বকাপ। যদিও এই দুটি টুর্নামেন্ট কোথায় হবে তা জানানো হয়নি।আইসিসির চিফ এক্সেকিউটিভ মনু সাহনাই জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে নিরাপদ টি-২০ বিশ্বকাপ আয়োজনের সুযোগ তৈরি হলো।তিনি বলেন, “আমাদের সদস্য ক্রিকেট বোর্ড গুলির যা জানার প্রয়োজন ছিল তারা এখন তা জানতে পেরেছেন এবং সেভাবেই তারা দ্বিপাক্ষিক ও ঘরোয়া  ক্রিকেটের সূচি তৈরি করতে পারবেন।”আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 2023 সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি ও মার্চ থেকে পিছিয়ে অক্টোবর নভেম্বর মাসে আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here