জেনে নিন কিভাবে আত্মহত্যার পথ থেকে ফিরে এসেছিলেন ভারতের তারকা ক্রিকেটার

0
85

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:  প্রবীণ কুমার; একসময় এই প্রাক্তন ভারতীয় পেসারের সুইং বোলিং এর ভক্ত ছিলো আসমুদ্র হিমাচল l মেরাঠের বাসিন্দা প্রবীণ অনেক তাবড় ব্যাটসম্যানকেই তার বিষাক্ত আউট সুইঙ্গারের ফাঁদে ফেলে বহু কঠিন ম্যাচে জয় এনে দিয়েছেন টিম ইন্ডিয়াকে, এটা সবার জানা থাকলেও l এই প্রবীণই যে মানসিক অবসাদের শিকার হয়ে নিজের জীবন শেষ করেদিতে উদ্দত হয়েছিলেন তা হয়তো তার অনেক ভক্তেরই অজানা l

বছর খানেক আগে যখন তার সমসাময়িক প্রায় সব ক্রিকেটারেরা মাঠে নিজেদের প্রমান করার প্রতিযোগিতায় ব্যাস্ত, তখন এই সবের থেকে অনেক দূরে হতাশার নাগপাশ প্রবীণকে আষ্টেপৃষ্টে  জড়িয়ে ধরছিল l 2007 এ অভিষেক হওয়া প্রবীনের দীর্ঘ আট বছর হয়ে গিয়েছিল ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে, দীর্ঘদিন ধরে আইপিলেও দল পাচ্ছিলেন না, এমনকি নিজের রাজ্যের রঞ্জি টিমেও ব্রাত্য তিনি l যে মূখগুলো তাকে সর্বদা ঘিরে থাকতো তারাই একে একে সরে গিয়েছিলেন l প্রচন্ড একা হয়ে গিয়েছিলেন প্রবীণ তার অনেক কিছু বলার থাকলেও শোনার জন্যে ছিলো না কেউই l

এই নিঃসঙ্গতার বোঝা বওয়া ক্রমেই কঠিন থেকে কঠিনতরো হয়ে উঠছিলো প্রবীনের পক্ষে l কোনো পথ খোলা না দেখে প্রবীণ একদিন ঠিক করলেন সব শেষ করে দেবেনl সেইমতো কাকভোরে উঠে নিজের লাইসেন্স রিভলবার সঙ্গে নিয়ে গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন মেরাঠ হরিদ্বার হাইওয়েতে l মাঝপথে গাড়ি থামিয়ে নিজের কপালে বন্দুকের নল রেখে হয়তো চরমতম কাজটা সেদিন প্রবীণ করেই ফেলতেন যদি না নজর যেত গাড়িতে রাখা তার স্ত্রী সন্তান দের ছবির উপর l তাদের কথা ভেবেই নিজেকে আরেকটা সুযোগ দেওয়ার মনস্থির করে এই বাহাতি বোলার ফিরে যান জীবনের রানআপে l

ফিরে এসে মনস্তত্ববিদের সাহায্য নিয়ে সুস্থ হয়ে ওঠার পর প্রবীণ জানান অবসাদ যে কোনো মানুষের আসতে পারে l 2014 এর পর থেকেই তার মধ্যে এর লক্ষণ দেখা দিয়েছিল l ঘন্টার পর ঘন্টা বন্ধ ঘরে বসে নিজের বোলিংএর ভিডিও দেখতেন, বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে একটানা তাকিয়ে থাকতেন l পরিবারের কারো সাথে তার অনুভূতি গুলো ভাগ করে নিতে পারতেন না, ক্রমেই খিটখিটে হয়ে উঠছিলেন l এই সময় বেশ কয়েকবার প্রতিবেশি দের সাথে বিবাদে জড়িয়ে পরারও অভিযোগ ওঠে তার  বিরুদ্ধে l তিনি জানান এই সময় তার ওজন প্রায় 15 কিলোগ্রাম কমে  গিয়েছিল l প্রবীণ জানান ভারতে মানসিক অবসাদকে আর পাঁচটা মানসিক বিকারের মতো মনে করা হয় l অবসাদের শিকার মানুষকে নানা বিদ্রূপের সম্মুখীন হতে হয় তাই এই নিয়ে কেউ প্রকাশ্যে মূখ খুলতে চান না l কিন্তু বর্তমান সমাজে মানসিক অবসাদ যে কত বড় একটা ব্যাধি তা কিছু দিন আগে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহনন আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here