দ্য কলকাতা মিরর ব্যুরো : সর্বভারতীয় ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটল না বুধবার ও। দুই শীর্ষকর্তার ‘কুলিং অফ‘ আটকাতে গত ২১ এপ্রিল বোর্ডের তরফে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়, করোনা পরিস্থিতি এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সৌরভদের যেন এখনই ‘কুলিং অফে’ না পাঠানো হয়। সৌরভের টিমের মেয়াদ বাড়িয়ে ২০২৫ পর্যন্ত করে দেওয়া হোক এমনটাই আবেদন ছিলো । বহুদিনের অপেক্ষার পর বুধবার মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আদালত সৌরভদের আবেদন গ্রহণ করলেও দু’সপ্তাহ পরে মামলাটির শুনানির দিন ধার্য করেছে। এখন অপেক্ষার প্রহর গুনতে হবে দেশের ক্রীড়া প্রশাসক দের।