দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বীতিয় টেস্ট ম্যাচের আগে জৈব সুরক্ষা বিধি ভেঙে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে দল থেকে বাদ পড়েছিলেন ইংল্যান্ডের জোরে বোলার জোফরা আর্চার।
ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্ট চলাকালীন হোটেলের ঘরে আইসোলেশনে থাকতে হয়েছিল তাঁকে। আইসোলেশনে থাকার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ এনেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। সোশ্যাল মিডিয়ায় তাকে হেনস্থা করা হয়েছে বলেও ইসিবিকে জানিয়েছেন আর্চার।
আইসোলেশনে থাকাকালীন 5 দিনে দু’দফায় কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পরই দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন আর্চার। তবে এই ঘটনার পর থেকেই অস্বস্তিতে রয়েছেন বার্বাডোজ-জাত এই পেসার। বর্ণবৈষম্যের শিকার হওয়ার পর তার মনের অবস্থা ভালো নেই তাই সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টে খেলার মতো মানসিক অবস্থা তার নেই বলেই জানিয়েছেন।
আগামীকাল থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হবে সিরিজের শেষ এবং তৃতীয় টেস্ট। সিরিজ এখন 1-1 সমতায়।