দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:শোয়েব আখতার যেন কিছুতেই বিতর্কের থেকে দূরে থাকতে পারেন না। চলতি বছরেই নাকি আয়োজন সম্ভব ছিলো এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আইপিএল করার জন্যেই নাকি এই দুটি টুর্নামেন্ট বিসর্জন দেওয়া হয়েছে, এহেন মন্তব্য করে ফের শিরোনামে উঠে এলেন এই প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার।
করোনা মহামারীর কারণে সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ এবং অক্টোবরে বিশ্বকাপ টি-টোয়েন্টি পিছিয়ে গেছে এক বছর, এই দুটি মেগা টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়টাতে আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই। ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে, তাই সংযুক্ত আরব আমিশাহীতে হবে এবারের আইপিএল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা আসে বিশ্বকাপ স্থগিত হওয়ার ঘোষণার পর পরই।
এই ব্যাপারে কেউ বিতর্কের গন্ধ খুঁজে না পেলেও যথারীতি মূখ খুলেছেন শোয়েব। এক পাকিস্তানি টিভি চ্যানেলে তিনি বলেছেন, ‘এশিয়া কাপ অবশ্যই হতে পারত। ভারত ও পাকিস্তানের একে অপরের বিপক্ষে খেলার দারুণ সুযোগ ছিল এশিয়া কাপে। এশিয়া কাপ না হওয়ার পেছনে অনেক কারণ আছে। আমি সেখানে যেতে চাই না। টি-টোয়েন্টি বিশ্বকাপও হতে পারত। কিন্তু আমি আগেই বলেছি টুর্নামেন্ট দুটি হবে না কারণ আইপিএলের ক্ষতি করা চলবে না। সে বিশ্বকাপ চুলোয় যাক তবুও না।’
আইপিএলের জন্য নিজেদের ঘরের মাঠের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পরও অস্ট্রেলিয়ার নীরবতা অবাক করেছে শোয়েবকে। ভারত সম্পর্কিত সবকিছুতেই অস্ট্রেলিয়ার এমন নরম মনোভাব নাকি শোয়েব আগেও দেখেছেন। উদাহরণ টেনে তিনি বলেন, ‘মাঝে মাঝে ভারত মেলবোর্নে সহজ উইকেট পায়। (2008 সালের মাঙ্কিগেট অধ্যায়ের প্রসঙ্গ টেনে) কেউ একজনকে বানর ডেকেও পার পেয়ে যায়। আমি অস্ট্রেলীয়দের বলছি, কোথায় তোমাদের নীতি? আপনারা নিজেদের ছেলেদের বল বিকৃতির জন্য কাঁদাতে পারেন, অথচ অন্য একজন বানর বলেও পার পেয়ে যায়।’