ভারত-পাক ম্যাচে আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা! পিছনে কোন রহস্য

0
8

The Calcutta mirror desk: যুদ্ধের ময়দানের মতন ক্রিকেট ময়দানেও একে অপরের ভয়ংকর প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হলেই টিভির সামনে মুখিয়ে বসে পড়েন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের ময়দানে যুযুধান দুই পক্ষের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই। সম্প্রতি, কাশ্মীরের পহেলগাওতে পাকিস্তানি জঙ্গিদের আক্রমণের ঘটনায় ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছিল ভারত সরকার। এরপর ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে শুরু হয়েছিল তরজা । ২০২৫ সালের এশিয়া কাপ আগামী ১৪ই সেপ্টেম্বর সম্পন্ন হতে চলেছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত হবে এই এশিয়া কাপ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেড ম্যাচের আয়োজন করা হয়েছে। কিন্তু এই ম্যাচের প্রতি যেন আগ্রহই নেই ভক্তদের। ভারত পাকিস্তান ম্যাচের উপর আগ্রহ হারাচ্ছেন ক্রিকেট অনুগামীরা। ম্যাচের দুদিন আগেও টিকিট কিনতে অনিহা। প্রায় পঞ্চাশ শতাংশ টিকিট এখনো পর্যন্ত অবিক্রিত অবস্থায় রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা । তাদের অভিযোগ, ভারত এই ম্যাচ বয়কট সিদ্ধান্ত নিয়েছে আর সেই কারণে টিকিট বিক্রি হয়নি । চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় ভারতের ২৬ জন বেসামরিক নাগরিককে প্রাণ হারাতে হয়।। ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার যোগ্য জবাব দিয়েছিল। একটা সময় যুদ্ধ বিরতির প্রস্তাব দেওয়া হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামে। ক্রিকেট অনুরাগীরা পেয়েছিলেন ভারত সরকার বিসিসিআই যেন পাকিস্তানের ম্যাচ সম্পূর্ণভাবে বয়কট করে। এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-টোয়েন্টি ফরমে। যেখানে দেখা যাবে না বিরাট কোহলি থেকে রবীন্দ্র জাদেজাদের। এছাড়াও ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞদের একাংশের মতামত, ফেলার আগেই ভেঙে পড়েছে পাকিস্তান দল। সেই কারণে এই দলের সঙ্গে ভারতের খেলা দেখতে আগ্রহ হারাচ্ছেন অধিকাংশ ক্রীড়া প্রেমীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here