The Calcutta mirror desk: বাংলাদেশকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতকে দেখে নেওয়ার হুমকি শাহিদ আফ্রিদির দেশের। দুবাইতে বাংলাদেশকে ধুলোয় উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান হতে চলেছে মুখোমুখি। চলতি টুর্নামেন্টে এর আগে দুবার লজ্জার হার হেরে গিয়েছে পাকিস্তান তবে এবার ভারতের মুখোমুখি হয়ে তৃতীয়তেই জয় ছিনিয়ে আনতে চাইছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরেই কার্যত হুমকি দিয়েছে শাহীন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু তিনটি শব্দে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তারা। এদিন তিনি বলেন উই আর রেডি। পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আঘা, যথেষ্ট আশাবাদী এবং উদ্যোগী। তিনি বলছেন যে কোন দলকে আমরা হারাতে পারি এক লহোমায়। তবে কি ভারতকেই কার্যতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন তারা। রবিবার ভারত এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে আর সেখানেই ভারতকে তারা যোগ্য জবাব দেবে বলে জানিয়েছে পাকিস্তান। প্রসঙ্গত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে বাংলাদেশকে পাঠিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের বোলিং দাপট দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল বাংলাদেশ। হঠাৎ করেই জ্বলে উঠেছিলেন পাকিস্তানের মোহাম্মদ হ্যারিস। তার দুর্ধর্ষ খেলা দেখে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ নেওয়াজ তাকে সমানভাবে সঙ্গত দিয়ে যাচ্ছিলেন। এদিকে প্রথমে বল করতে নেমে শাহীন আফ্রিদি বুঝিয়ে দিলেন বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্রো ভাগ মেদিনী। এবার ভারতকে রীতিমতো ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলেন তারা। যদিও এই ব্যাপারে ভারতের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া। রবিবার দুবাইয়ের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে জবাব দিতে কি কি পন্থা অবলম্বন করে ভারত এটাই দেখার