The Calcutta mirror desk: এক নিমেষে বিক্রি হয়ে গেল সব টিকিট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। আগেই পাকিস্তান দিয়েছিল হুঁশিয়ারি তারা ভারতকে হারিয়ে দেবে। পাকিস্তানের এই হুঙ্কারে অবশ্য মুচকি হেসেছিল ভারত। তবে আজকের ফাইনালে কে আসলে শেষ হাসি হাসবে তা জানবার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন সংখ্যা ২৮ হাজার। সেই দর্শক সংখ্যা অর্থাৎ আসন সংখ্যা সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। প্রথমে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে ছিল অনিশ্চয়তা। আদৌ এই টিকিট বিক্রি হবে কিনা উৎসবের মৌসুমে তাই নিয়ে নানান রকম ভয় ছিল উদ্যোক্তাদের মনে। সুপার ফোরের ম্যাচে সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার রীতিমত ইতিহাস তৈরি করেছে এই স্টেডিয়াম। দুবাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রথমে হতাশ হয়ে গিয়েছিলেন পরে অবশ্য টিকিট বিক্রির এই ধুম দেখে উচ্ছ্বসিত হয়ে গিয়েছেন তারা। টি টোয়েন্টি ফরম্যাটে ১৫ ম্যাচের ১৩ টি ম্যাচে জয় এনেছে ভারত। চলতি বছর এশিয়া কাপে এখনো পর্যন্ত কোনো ম্যাচে অংশগ্রহণ করেনি ভারত। তবে পাকিস্তানকে গ্রুপ এবং সুপার পড়ে পরাস্ত করেছে ভারত। রবিবারের ম্যাচ দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে দারুণ কৌতুহল। ভারত নাকি পাকিস্তান কার পাল্লা ভারী হবে তার সময় বলবে