ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ইরফান পাঠান

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন একদা তারই সতীর্থ ইরফান পাঠান l সম্প্রতি আজতকের ক্রীড়া সম্পাদক বিক্রান্ত গুপ্তার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভে ক্ষোভ উগরে দেন পাঠান l

তিনি বলেন ভালো খেলা সত্ত্বেও শুধুমাত্র ধোনির বিরাগভাজন হওয়ার জন্যেই তাকে ভারতীয় দল থেকে বাদ পরতে হয় l উদাহরণ স্বরূপ উনি টেনে আনেন 2008 এর শ্রীলঙ্কা সফরের প্রসঙ্গ l পাঠান বলেন শেষ ম্যাচে দুরন্ত অলরাউন্ড প্রদর্শনের মাধ্যমে দল কে জিতিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পরেও পরবর্তী নিউজিল্যান্ড সফরে তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি l পাঠান জানান সেই সময় তিনি তৎকালীন জাতীয় কোচ গ্যারি কার্স্টেনকে জিজ্ঞেস করেছিলেন তিনি প্রথম একাদশে কেন সুযোগ পাচ্ছেননা তার প্রত্যুত্তরে কার্স্টেন নাকি বলেছিলেন সব কিছু তার হাতে নেই l তিনি ধোনিকেও একই প্রশ্ন করে কোনো সদুত্তর পাননি l একধাপ এগিয়ে তখন পাঠান কার্স্টেনকে বলে ছিলেন যে দেখে নিয়ো পরবর্তী অস্ট্রেলিয়া সফরে আমি বাদ দল থেকে পরবো এবং সেটাই হয়েছিল l

পাঠান এখানেই থামেননি তিনি বলেন মূলত নতুন বলে বোলিং করতে অভ্যস্থ হলেও দলের স্বার্থে পুরোনো বল দিয়ে বোলিং শুরু করেন তিনি, কিন্তু এর ফলে যখন তার বলের গতি আর সুইং কমে যায় তখন তিনি অধিনায়ক এবং নির্বাচকদের থেকে কোনো ধরনের সাহায্য পাননি বরং ধোনি প্রকাশ্যে তার সমালোচনা করেন l 

কিছুদিন আগেই প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রও একই অভিযোগ এনেছিলেন ধোনি এবং নির্বাচকদের বিরুদ্ধে এবার পাঠান সেই তালিকাতে যুক্ত হলেন l 

2003 এ অস্ট্রেলিয়ার মাটিতে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে অভিষেক হওয়া পাঠান ভারতের জার্সি গায়ে 29 টি টেস্ট, 120 টি একদিনের ম্যাচ আর 24 টি টি20 ম্যাচ খেলেন তার নয় বছরের আন্তর্জাতিক কেরিয়ারে l গত বছর প্রতিযোগীতা মূলক ক্রিকেট থেকে অবসর নেওয়া পর পাঠান এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে সুনামের সাথে কাজ করছেন l

Related Posts

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সেরা পছন্দ