The Calcutta mirror desk: জন্মভারতে হলেও পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। তবে ভারতে না থাকলেও ভারতের প্রতি ছিল তার অমোঘ ভালোবাসা।প্রয়াত পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ ওয়াজির। তার মৃত্যুতে শোক স্তব্ধ দুই দেশের ক্রিকেট মহল। অবিভক্ত ভারতে জন্ম হয়েছিল তার
। একসময় কর্তব্যের টানে যেতে হয়েছিল পাকিস্তানে। তারপর থেকে অবশ্য ভারতে আসার তেমন সুযোগ হয়নি তার। ৯৫ বছর বয়সে ইংল্যান্ডের বার্মিং হামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার এই মৃত্যুর খবরে রীতি মত সারা পড়ে গিয়েছে। ১৯২৯ সালে ভারতের জুনাগরে জন্ম হয়েছিল তার। দেশভাগের সময় তার পরিবার চলে যায় পাকিস্তানে। ১৯৫২ থেকে ১৯৫৯ পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে চলেছিল ঝড়ের গতিতে। কুড়িটি টেস্ট ম্যাচে তিনি ৮০১ রান করেছিলেন এর মধ্যে তিনি দুটি সেঞ্চুরি করেন এবং তিনটি হাফ সেঞ্চুরি করেন। ১৯৫২ সালে পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল তাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি।
এখনো পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে প্রবীণ ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন একজন। ১৯৫৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয় অনবদ্য ভূমিকায় রেখেছিলেন তিনি। ১৯৫৭ থেকে ৫৮ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮৯ রান করেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।