The Calcutta mirror desk: মহিলা ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে তিনটি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দল মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ডের। আর তাতে সেঞ্চুরি করেছেন ভারতের দুজন ওপেনার স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাওয়াল। দুজনে সেঞ্চুরিতে রীতিমত পড়ে গিয়েছে সারা।
মহিলাদের বিশ্বকাপে ভারতীয় দলের সামনে কার্যত এসিড টেস্ট। যেভাবেই হোক হারাতে হবে নিউজিল্যান্ডকে। নইলে শেষ তিনে ওঠা শক্ত হয়ে যাবে। আর যদি তা না হয় তবে বাংলাদেশের সাথে ভারতের ম্যাচের উপরে নির্ভর করবে ভারতের ক্রিকেট ভাগ্য। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের বিশ্বকাপে খেলেছে ভারত। প্রথমবার টসে জিতে ব্যাট করে ভারত। প্রথমে ব্যাট করতে নেমেই কার্যতো ব্যাটের মধ্যেই যেন ঝড় উঠিয়ে দেয় ভারত। যদিও হঠাৎ করে বৃষ্টি চলে আসা সমস্যায় পড়তে হয় তাদের। ভারতের রান ৪৮ ওভারে দুই উইকেটে হয় ৩৩০।
প্রতিকার এবং স্মৃতি পরপর ১২২ এবং ১০৯ রান করেন। এর আগে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে কোন ভারতীয় মহিলা এই বিপুল রান তোলেননি । অন্যদিকে এই ম্যাচে একাদশে এসেছেন জেমাইয়া রদ্রিগেজ। তার সাথে ছিলেন হরমন প্রীত সিং । ৪৯ ওভারের ম্যাচে আরও বেশ কয়েকটি সুযোগের সদ্ব্যবহার করতে পারে ভারত। সরকারিভাবে ওভার সংখ্যা কমানোর পাঁচ মিনিট পর আবারও শুরু হয় বৃষ্টি। ভারতের দুই তরুণী ক্রিকেটার কতটা রুদ্ধশ্বাস গতিতে নিজেদের শক্তি প্রমাণ করে সেটাই এখন দেখার।


