কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা

0
49

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অনেক প্রতীক্ষার পর অবশেষে কাতার বিশ্বকাপ-2022 এর চূড়ান্ত সূচি ঘোষণা হল। বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ।

আর সেই সূচি দেখেই হতচকিত হয়ে পড়েছেন বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা। কেননা একদিনেই বিশ্ব দেখবে চারটি করে ম্যাচ।

তাও আবার মাত্র 11 ঘণ্টার মধ্যেl ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এমন সূচিকে নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। বিগত আসরগুলোতে এমন সূচিতে খেলা হয়নি।

সূচি অনুযায়ী, 2022 সালের ফুটবল বিশ্বকাপের বোধন হবে 21 নভেম্বর কাতারের রাজধানী দোহার আল বাইত স্টেডিয়ামে।

স্থানীয় সময় দুপুর 1টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত 10টায়। 32 দলের এই  টুর্নামেন্ট শেষ হবে মাত্র 28 দিনে ফাইনাল ম্যাচ হবে 18 ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।

আল বাইত স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 60 হাজার। আর ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা 80 হাজার।

ফিফা জানিয়েছে, মাত্র 11 ঘণ্টার ব্যবধানে চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কোনও সমস্যা হবে না। দোহার আশেপাশে সবকটি স্টেডিয়াম অবস্থিত তাই  দূরত্ব কম হওয়ায় চাইলে একই দিনে মাঠে গিয়ে একাধিক ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে । রাস্তা ও পরিকাঠামোর 90 শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here