দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লিওনেল মেসির সাত হবে, নাকি আরেকটি ব্যালন ডি’ওর জিতে আর্জেন্টাইন মহাতারকাকে ছুঁয়ে ফেলবেন পর্তুগীজ মহারথী ক্রিস্টিয়ানো রোনালদো? অথবা ব্যালন ডি’অর খুঁজে নেবে নতুন কোনো বিজয়ীকে? বছরের শেষে এসে এবার আর এমন প্রশ্ন কেউ করবেন না। এবার যে ব্যালন ডি’ওর পুরস্কারই দেওয়া হবে না।
ব্যালন ডি’ওর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ কাল জানিয়ে দিয়েছে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। কারণ একটাই—করোনা মহামারি। ফ্রান্স ফুটবলের সম্পাদক পাসকাল ফের বলেছেন, ‘2020 সালে পুরস্কারটি দেওয়া হবে না। এ বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারকে এ পুরস্কারটি 1956 সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। কিন্তু এবার করোনার কারণে ফুটবল বিঘ্নিত হওয়ায় সেরা পারফরমারকে বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। 2019 সালে সর্বশেষ ব্যালন ডি’ওর ট্রফি জিতেছেন মেসি। যেটি ছিল তাঁর ষষ্ঠ ব্যালন ডি’ওর ট্রফি জয়। রোনালদো ট্রফিটি জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।