রোনাল্ডোর জোড়া গোলে খেতাবের কাছে জুভেন্টাস

0
58

দ্য কলকাতা মিরর ব্যুরো :  ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে ভর করে লাৎসিওকে 2-1 গোলে হারিয়ে ইতালিয়ান সিরি আ জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলো জুভেন্টাস।   

সোমবার রাতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ধরা দেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দু’বার বল জড়িয়ে দেন সিআর সেভেন।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে খেলার 51তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর মাত্র তিন মিনিট পরই বক্সের মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার নিখুঁত পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

83তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিরো ইমোবেল লাৎসিওকে ম্যাচে ফেরার আশা দেখালেও রক্ষণের দেয়াল তুলে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেয় মাওরিসিও সারি’র ছাত্রেরা।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান 8 পয়েন্ট বাড়িয়ে নিয়েছে রোনাল্ডোরা। পরবর্তী চার ম্যাচ থেকে আর মাত্র 2 পয়েন্ট অর্জন করতে পারলেই টানা নবম শিরোপা ঘরে তুলবে তুরিনের ক্লাবটি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here