দ্য কলকাতা মিরর ব্যুরো: শৈশব থেকেই নেশা শুধু ফুটবল। আদিবাসী পরিবারের ছোটখাটো চেহারার ছেলেটি আর কিছুই জানতেন না ফুটবল ছাড়া, হাজারো লড়াইয়ের পর পেয়েছেন তার সুফলও। বাংলাকে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করিয়েছেন, লাল-হলুদ জার্সিতে বিপক্ষের গোলে বল ঢুকিয়েছেন। তারপরে চোট আঘাতে হারিয়ে গিয়েছেন ময়দান থেকে প্রিয় সমর্থক রাও খোঁজ রাখে না আর,মনের মধ্যে জমে থাকা ক্ষোভকে সঙ্গী করেই চালিয়ে যাচ্ছেন ফিরে আসার লড়াই। শ্যামনগর আদিবাসী পাড়ার বছর আঠাশের বুধিরাম টুডু লাল হলুদ ছাড়াও একসময় খেলেছিলেন ইউনাইটেড সিকিম, মহমেডান স্পোটিং সহ একাধিক ক্লাবে। একবার সুযোগ পেলে ফের চিনিয়ে দিতে চান নিজের জাত। সেই ফিরে আসার লড়াই চলছে স্থানীয় প্রভাত সঙ্ঘের মাঠে। এদিন অনুশীলন শেষে ফোনে বুধি জানান ” লকডাউন ও পরবর্তী সময়ে প্রতিদিন সকালে মাঠে শারিরীক কসরত করে সম্পূর্ণ ফিট রাখছি নিজেকে, পাশাপাশি বাদ থাকছে না জিমও সুযোগ পেলে বাজিমাত করব ই”।