ভারত নিয়ে কেন এমন কথা বললেন সাদিও মানে

0
69

দ্য ক্যালকাটা মিরর:তিন দশক পর লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লীগ খেতাব এনে দেওয়ার অন্যতম কারিগর সাদিও মানে জানালেন তাঁর সুপ্ত বাসনার কথা। সম্পতি এক সাক্ষাৎকারে সেনেগালের এই ফরোয়ার্ড জানান অদূর ভবিষ্যতে ব্যালন ডি’অর জেতাই তাঁর লক্ষ।
সম্প্রতি মানের ভূয়সী প্রশংসা করে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি 2019 ব্যালন ডি’অর পুরস্কার প্রাপক দের তালিকায় মানের চতুর্থ স্থানে শেষ করাকে অপরাধ বলে আখ্যা দিয়েছিলেন। সেই প্রসঙ্গে মানেকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘আমি যখন মাঠে নামি তখন কোনো ব্যাক্তিগত পুরস্কার পাওয়ার আশায় নামি না দলের জয়ই থাকে আমার একমাত্র লক্ষ। তবে হ্যাঁ কোনোদিন যদি ব্যালন ডি’অর জিততে পারি তবে অবশ্যই ভালো লাগবে। প্রতিটা ফুটবলারই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখে আমিও তার ব্যাতিক্রম নই।’
লিভারপুলের লীগ জয় সম্পর্কে মানে বলেন, ‘সমর্থক এটার জন্যে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলো ওদের জন্যে এটা জিততে পেরে ভালো লাগছে, কাজটা খুবই কঠিন ছিলো কারণ চেলসি, ম্যানচেস্টার সিটির মতো একাধিক শক্তিশালী দল লীগ খেতাবের দাবিদার ছিলো তবে আমাদের দলীয় সংহতির কারণে সেটা সহজ হয়ে যায়। তিরিশ বছর কম সময় নয় এই প্রতীক্ষার অবসান করতে পেরে আমরা খুশি।’
কোচ জুরগেন ক্লপ সমন্ধে বলতে গিয়ে মানে বলেন, ‘উনি সবসময় আমাদের পাশে থাকতেন উৎসাহ যোগাতেন যা একজন খেলোয়াড়ের জন্যে খুবই আবশ্যিক । পাশাপাশি উনি কঠিন সময়ে আরও বেশি দায়িত্ব নেওয়ার কথা বলতেন যেটা একেবারেই সহজ ছিলো না।’
আফ্রিকান ফুটবলের এই পোস্টার বয় আরও জানান তিনি ভবিষ্যতে ভারত ভ্রমণে আসতে চান, তিনি বলেন: ‘ভারতে আসার আমার ইচ্ছা দীর্ঘদিনের, সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও দেখে আমি ভারতের প্রেমে পরে গেছি।’ তিনি আরও বলেন, ‘ভারত থেকে আমরা প্রচুর সমর্থন পেয়েছি সেই জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আশা করবো তারা আমাদের ভবিষ্যতেও একই ভাবে সমর্থন করে যাবেন তাদের গর্বিত করার জন্যে আমরা আমাদের সর্বশক্তি উজাড় করে দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here