দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আগের ম্যাচে উদিনেসের কাছে হেরে জুভেন্টাসের সিরি আ জয়ের উৎসব পিছিয়ে গেলেও রবিবার রাতে ঘরের মাঠে সাম্পদোরিয়োকে 2-0 গোলে হারিয়ে 36তম খেতাব ঘরে তুলেতে ভুল করেনি তুরিনের ক্লাবটি।
এই নিয়ে টানা নয়বার সিরি আ খেতাব পকেটে পুরে অনন্য নজির স্থাপন গড়েছে রোনাল্ডো-ডিবালারা। টানা আটবার জার্মান বুন্দেসলিগা জিতে জুভেন্টাসের পেছনেই রয়েছে বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে খেলার শুরুতে অবশ্য বিবর্ন দেখিয়েছে জুভেন্টাসকে। মাউরিজিও সারির ছেলেদের কাঙ্ক্ষিত গোলের জন্যে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের সংযোজিত সময় পর্যন্ত। বিরতির আগে সাম্পদোরিয়ার বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায় জুভেন্টাস। পিয়ানিচ সরাসরি গোলে শট না নিয়ে বল বাড়ান বক্সের ভেতর অরক্ষিত থাকা রোনাল্ডোর উদ্দেশ্যে। সাম্পদোরিয়া রক্ষন তাতেই বোকা বনে যায়। রোনাল্ডো এরপর ডান পায়ের গড়ানে শটে লীগের 31তম গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন। জুভেন্টাসের হয়ে সিরি আ’র এক মরশুমে কোনো খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোলও 31।
দ্বিতীয়ার্ধে সাম্পদোরিয়ার রক্ষণে চাপ দিতে থাকা জুভেন্টাস ব্যবধান দ্বিগুণ করে 67তম মিনিটে। রোনাল্ডোর ডান পায়ের কোনাকুনি শট গোলরক্ষক ঝাঁপিয়ে রুখে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা বের্নারদেস্কি সুযোগ কাজে লাগান অনায়াসে। ৮৪তম মিনিটে রোনাল্ডোর পেনাল্টি ক্রসবার কাঁপিয়ে ফিরে এলে ব্যবধান আর বাড়েনি। চলতি সিরি আ’য় পেনাল্টি শটে 12 গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড এই প্রথম মিস করলেন।