দ্য কলকাতা মিরর ব্যুরো :একটা সময় ছিলো যখন ময়দানের বড় দল গুলো নিজের পছন্দের খেলোয়াড়কে দলে পেতে টোপ দিত তার পরিবার পরিজনদের l সত্তর ও আশির দশকে পছন্দের খেলোয়াড়ের বাড়ির সামনে দিন রাত “বডি” ফেলে দেওয়া কিংবা তাকে তুলে নিয়ে গিয়ে গোপন ডেরায় লুকিয়ে রাখা এসব ছিলো ময়দানি দলবদলের নিত্যদিনের ঘটনা l কিন্তু বর্তমানে পেশাদারি যুগে ভারতীয় ফুটবলে দলবদল নিয়ন্ত্রণ করেন এজেন্টরা l
বিশ্ব ফুটবলে এজেন্টদের রমরমা গত শতাব্দীর শেষের দিকে শুরু হলেও ভারতীয় ফুটবলে এজেন্ট দের আগমন বিগত দশকের মাঝামাঝিতে l বর্তমানে কোন ফুটবলার কোন ক্লাবে খেলবেন কার বেতনই বা কত হবে সবই ঠিক করেন এই এজেন্টরাই l ময়দানও তার ব্যাতিক্রম নয় l আজকের দিনে দাঁড়িয়ে তিন প্রধান সহ ছোটো বড় অনেক ক্লাবই দল গঠনের জন্যে নির্ভরশীল এজেন্টদের উপরই l
তবে সব কিছুরই ভালো মন্দ উভয় দিক থাকে এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয় l এজেন্টরা যেমন ফুটবলারদের পছন্দের ক্লাব আর ভালো দর পেতে সাহায্য করেন তেমনি কিছু ক্ষেত্রে এজেন্টদের মাধ্যমে প্রতারিত হয়েছেন বেশ কিছু ফুটবলারও l
দিল্লী নিবাসী এক এজেন্ট কলকাতা মিররকে জানিয়েছেন বর্তমানে ব্যাঙের ছাতার মতো বহু এজেন্ট গজিয়ে উঠছে যাদের মধ্যে বেশির ভাগই ফুটবলারদের ভুল পথে পরিচালিত করছেন l তিনি আরও বলেন অনেক ক্ষেত্রেই অযোগ্য এজেন্টদের থেকে পরামর্শ পেয়ে ফুটবলাররা নিজের কেরিয়ার নিয়ে মারাত্মক সব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন l
আইএসএল দল নর্থইস্ট ইউনাইটেডের এক কর্তা জানান একজন ফুটবলারের পক্ষে সঠিক এজেন্ট নির্বাচন করা খুবই প্রয়োজনীয় l কারণ মাঠের বাইরে তাঁদের আর্থিক দিক গুলোর অনেকটাই এজেন্টরা নিয়ন্ত্রণ করেন তাই সঠিক এজেন্ট না হলে অনেক ক্ষেত্রে ফুটবলারটির প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকেই যায় l
একই মত পোষণ করেন নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দল এবং এটিকের এক প্রাক্তন ফুটবলার l তার মতে ফেডারেশনের উচিত এজেন্টদের বিষয়ে কিছু নির্দেশিকা জারি করা এতে পুরো প্রক্রিয়াটি আরও বেশি স্বচ্ছ হবে, এবং ক্লাব ও ফুটবলার উভয় পক্ষই লাভবান হবে l বর্তমানে বহু ফুটবলারই অবসরের পর এজেন্ট হওয়ার পথে হাটছেন তিনি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তার মতে ফুটবলারদের সমস্যা কোনো বহিরাগতর থেকে একজন ফুটবলারই ভালো বুঝতে পারবেন।