ভারতে আসছেন রোনালদো! কোথায় আসছেন কিংবদন্তি ফুটবল তারকা

0
24

The Calcutta mirror desk: খুব তাড়াতাড়ি ভারতে আসবেন জানিয়েছিলেন লিওনেল মেসি। এবার কি তার পদাঙ্ক অনুসরণ করে ভারতে আসতে চলেছেন আরেক কিংবদন্তি তারকা ফুটবলার। কথা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। খুব তাড়াতাড়ি ভারতে আসতে পারেন এই বিস্ময় তারকা। গোয়ার বিরুদ্ধে ভারতে তিনি খেলতে আসবেন এমনটাই চলছে জল্পনা। এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলতে তিনি ভারতে আসবেন এই জল্পনা আরো জোরালো হয়েছে তার পাসপোর্ট চর্চা নিয়ে।

রোনালদোর ভিসা ইতিমধ্যেই প্রসেসিংএর জন্য জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এফসি গোয়ার সিইও রবি পুষ্কর। তবে কি রোনালদোকে নিয়ে আসার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে গোয়া। কবে আসবেন তিনি সমুদ্রবেষ্টিত এই অতি সুন্দর রাজ্যে। আগামী ২২ শে অক্টোবর গোয়ার ফটরদার নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। সেখানেই গোয়ার হয়ে খেলতে পারেন বিশ্ব বিখ্যাত এই ফুটবলার। আগে থেকেই চলছিল নানান চর্চা তবে এবার তার ভিসা জমা দেওয়া হতেই সেই চর্চা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। মেগা তারকা ভারতে আসলে বন্দোবস্ত করতে হবে কঠোর নিরাপত্তার।

সেই ব্যাপারে রবি জানিয়েছেন প্রশাসন আগে থেকেই সজাগ ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে রোনালদোর ভিসার আবেদন জমা দেওয়ার কথা ছিল। সেইমতো এখন চলছে প্রসেস। প্রথম দুটি গ্রুপ পর্বের ম্যাচে তাকে দেখা যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তিনি ভারতে আসলে এক বিশাল জনসমাগম তৈরি হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here