জিকসনের গোলের পর চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সুনীল

0
62

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাইচুং ভুটিয়া অবসর গ্রহণের পর থেকে তিনিই ভারতীয় ফুটবলের সব থেকে বড় পোস্টার বয় l লক্ষ লক্ষ কিশোর তাকে দেখেই ফুটবল খেলার অনুপ্রেরণা নেন l এহেন সুনীল ছেত্রীর আন্তর্জাতিক ফুটবলে পনেরো বছর পূর্তির প্রাক্কালে তাকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন তারই  একদা সতীর্থ ইউজিনসন লিংডো l 

দীর্ঘদিন একসাথে বেঙ্গালুরু এফসি এবং জাতীয় দলে খেলার সুবাদে সুনীল আর ইউজিনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে l ভারতীয় দলের হয়ে অনেক বিদেশ সফরে তারা একই ঘরে থেকেছেন তাই সুনীলকে বাকিদের থেকে একটু বেশি কাছ থেকেই দেখেছেন ইউজিন l তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সুনীলের হৃদয় শিশুদের মতই l ছোটো ছোটো জিনিসে আনন্দ খুঁজে নিতে পারেন তিনি l

শিলঙ্গের এই ফুটবলার উদাহরণ স্বরূপ একটি ঘটনার কথা উল্লেখ করেন, উনি জানান জিকসন সিংহ কলোম্বিয়ার সাথে অনুর্ধ 17 বিশ্বকাপের যে ম্যাচে ভারতের হয়ে প্রথম কোনো বিশ্বকাপে গোল করেছিলেন সেই ম্যাচ তারা একইসাথে টেলিভিশনের পর্দায় দেখছিলেন এবং গোলটি হওয়ার পর সুনীল চিৎকার করতে করতে চেয়ার থেকে লাফিয়ে উঠে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিলেন l

তিনি আরও বলেন মাঠের বাইরে সবাইকে মজা ঠাট্টা করে মাতিয়ে রাখতে ওস্তাদ ভারত অধিনায়ক অনুশীলনে একেবারেই ভিন্ন একটা মানুষ l তিনি সবার আগে মাঠে আসেন এবং সবার শেষে মাঠ ছাড়েন l নিজের অনুশীলন হয়ে যাওয়ার পরেও তরুণ খেলোয়াড়দের ভুলভ্রান্তি ঠিক করার জন্যে তাদের সাথে বাড়তি অনুশীলন করাটা হলো তার নিত্যদিনের অভ্যাস l ইউজিন আরও যোগ করেন  সুনীলের দরজা সব সময় সকলের জন্যে খোলা থাকে বিশেষত তরুণ খেলোয়াড়দের সাহায্যার্থে কলকাতার এই জামাই সদা প্রস্তুত l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here