দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জেডন সাঞ্চো এই নামটির সাথে কলকাতাবাসী বেশ ভালোভাবেই পরিচিত l আজ থেকে বছর আড়াই আগে অনুর্ধ 17 বিশ্বকাপের মঞ্চে কলকাতার মাটিতেই সাঞ্চো বিশ্ব ফুটবলের দরবারে তার আগমনের জানান দিয়েছিলেন l যদিও তিনি মাত্র তিনটি ম্যাচই খেলেছিলেন কিন্তু তার প্রতিভার বিচ্ছুরণ দেখেছিলো গোটা বিশ্ব l অনুর্ধ 17 বিশ্বকাপের এক মাসের মধ্যেই সাঞ্চোর অভিষেক ঘটে বুরুসিয়া ডর্টমুন্ডের মূল দলে l তার পর থেকে সাঞ্চো হয়ে উঠেছেন দলের নিয়মিত সদস্য এখনো পর্যন্ত 74 টি ম্যাচ খেলে 30 টি গোল আছে তার ঝুলিতে l ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও অভিষেক হয়ে গেছে বছর কুড়ির এই স্ট্রাইকারের ইতিমধ্যেই 11 টি ম্যাচ খেলে দুটি গোলও করে ফেলেছেন l এহেন সাঞ্চোকে দলে নিতেই বর্তমানে ইংল্যান্ড ও স্পেনের তাবড় ক্লাব গুলি প্রতিযোগিতায় মেতে উঠেছে l কে নেই সেই তালিকাই রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডই হোক বা চেলসি সবাই সাঞ্চোকে দলে পেতে ঝাঁপিয়েছেন l সাঞ্চোর বর্তমান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড তার ট্রান্সফার ফিস ধার্য করেছেন 40 মিলিয়ন ইউরো যা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কতৃপক্ষ জার্মান ক্লাবটির সাথে দর কষাকষিতে ব্যাস্ত l সাঞ্চো নিজে লন্ডনের বাসিন্দা হলেও তার নিজের শহরের ক্লাব চেলসিতে খেলার সম্ভাবনা খুবই নগন্য কারণ স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি সাঞ্চোর জন্যে যা দর দিয়েছে তা নাকি বুরুসিয়া কর্তাদের নাপসন্দ l এটা বলাই যায় ইংলিশ প্রিমিয়ার লীগের দুই হেভিওয়েইটের থেকে সাঞ্চোকে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ বেশ কিছুটা এগিয়ে l কান পাতলে শোনা যাচ্ছে সাঞ্চোর জন্যে তারা 55 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছেন বুরুসিয়াকে l 2018 তে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে জুভেন্টাসের কাছে বিক্রি করার পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা নিউ ক্যাম্পের এই ক্লাবটির l সার্জিও রামোস, মার্সেলো, করিম বেনজিমা, লুকা মড্রিচ, গ্যারেথ বেল, হামেশ রডরিগেসের মতো তারকারা দলে থাকা
পরেও, এমনকি গত মরশুমে এডেন হ্যাজার্ডকে চেলসি থেকে কেনার পরেও হাল ফেরেনি দলের l তাই নতুন মরশুমের আগে যেনতেনো প্রকারে শক্তিশালী দল গড়তে মরিয়া মাদ্রিদ প্রেসিডেন্ট
ফ্লোরেনটিনো পেরেজ l ভিনিসাস জুনিয়রের মতো তরুণ প্রতিভাবান ফুটবলার আগে থেকেই তাঁদের কাছে আছেন l কিলিয়ান এম্ব্যাপেরও সাথেও তাঁদের কথা অনেক দূর গড়িয়েছে তাই এটা বলাই যায় সাঞ্চোকে দলে নিতে পারলে তাদের আক্রমণ ভাগ ইউরোপের অন্যতম সেরা হবে l