ফেব্রুয়ারিতে শহরে জাতীয় হকি

0
50

দ্য কলকাতা মিরর ব্যুরো : পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের 3-14ই ফেব্রুয়ারি কলকাতার পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রে আয়োজিত হতে চলেছে ইনস্টিটিউটনাল সিনিয়র মহিলা হকি প্রতিযোগিতা। সাই কেন্দ্রে মাত্র একটি আস্টোট্রাফ স্টেডিয়াম থাকার জন্যে পুরুষ বিভাগের প্রতিযোগিতা আয়োজন সম্ভব হলো না হকি বেঙ্গলের। এর  পূর্বে 1982-83 সালে কলকাতায় সফলভাবে আয়োজিত হয়েছিলো  জাতীয় সাব জুনিয়র বালক হকি প্রতিযোগিতা।  বাংলা হকি প্রেমিরা অধীর আগ্রহে অপেক্ষায় ফেব্রুয়ারীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here